নাগপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গডকরি। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মুসলমানদের পৃথিবীর ১৫০টি ইসলামিক রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এই তিন দেশে ধর্মীয় কারণে নিপীড়িত হতে থাকা সংখ্যালঘুদের ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই বলে রবিবার জানিয়েছেন তিনি।
এদিন মহারাষ্ট্রের নাগপুরে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে হওয়া এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নীতিন গডকরি জানিয়েছেন, এই তিন দেশ থেকে ভারতে আসা মুসলমানদের উদ্বাস্তু বলা হয় না। কিন্তু হিন্দু, জৈন, পার্সি, শিখ, খ্রিষ্টান এরা উদ্বাস্তু। বিশ্বে ১০০ থেকে ১৫০টি ইসলামিক রাষ্ট্র রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে মুসলমানেদের এই সকল দেশে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হিন্দু, জৈন, পার্সি, শিখ, খ্রিষ্টানদের ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই। ধর্মের কারণে নিগৃহীত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই। এই সকল ধর্মের মানুষদের ধর্মের কারণে খুন, ধর্ষণের সম্মুখীন হতে হয়। এমনকি তাদের সম্পত্তিও নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি বলপূর্বক ধর্মান্তরিত করার প্রচেষ্টাও করা হয়।
উল্লেখ করা যেতে পারে সংসদের নিম্নকক্ষ লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদান করা হবে। বিষয়টি নিয়ে নিন্দায় সোচ্চার হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল কংগ্রেসের মত দলগুলি। এই আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে যে হিংসাত্মক পরিস্থিতি দেখা দিয়েছে, তার পেছনে কংগ্রেসের হাত রয়েছে বলে দাবি বিজেপির। শনিবার রাজধানী দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, গোটা দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছিয়ে যাবে বিজেপি। আগামী দশদিনের মধ্যে ২৫০টি জায়গায় সাংবাদিক সম্মেলন করা হবে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের তৈরি করা ধোঁয়াশা দূর করতে ১০০০ মিছিলের আয়োজন করা হবে।