বেঙ্গালুরু, ২২ ডিসেম্বর (হি.স.) : পুলিশের গুলিতে নিহত দুই বিক্ষোভকারীর পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে মেঙ্গালুরুর । ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিক্ষোভকারীরা স্থানীয় থানায় ভাঙচুর চালাতে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। নিহত হয় দুই বিক্ষোভকারী। নিহতদের পরিবারবর্গকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে নিহতদের পরিবারবর্গকে সঙ্গে দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা কুমারস্বামী।
উল্লেখ করা যেতে পারে সংসদের নিম্নকক্ষ লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদান করা হবে। বিষয়টি নিয়ে নিন্দায় সোচ্চার হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল কংগ্রেসের মত দলগুলি। এই আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে যে হিংসাত্মক পরিস্থিতি দেখা দিয়েছে, তার পেছনে কংগ্রেসের হাত রয়েছে বলে দাবি বিজেপির।