BRAKING NEWS

২০১৭ উন্নাও ধর্ষণ মামলা : যাবজ্জীবন কারাবাস কুলদীপের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের সাজা হল| শুক্রবার দুপুর দু’টোয় কুলদীপ সিং সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দিল্লির তিস হাজারি আদালত| একইসঙ্গে কুলদীপকে দিল্লির তিস হাজারি আদালত নির্দেশ দিয়েছে, উন্নাও-এর নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে| এখানেই শেষ নয়, নির্যাতিতা ও তাঁর পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত| নির্যাতিতা ও তাঁর পরিবারকে নিরাপদ বাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্যও সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত|

 ২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাও-এ এক কিশোরীকে ধর্ষণে দোষী সাব্যস্ত হন কুলদীপ সিং সেঙ্গার| গত সোমবার কুলদীপকে দোষীসাব্যস্ত করা হয়| সাজা ঘোষণা করা হয়নি সেদিন| নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সেঙ্গারের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত| এদিন আদালতের কাছে সেঙ্গারের হলফনামার নথি জমা দিয়েছিলেন সেঙ্গারের আইনজীবী| স্থাবর-অস্থাবর মিলিয়ে কুলদীপের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ টাকা|

শুনানির সময় বিচারক ধর্মেশ শর্মার এজলাসে কুলদীপের জন্য তাঁর আজীবন কারাবাসের আবেদন করেন সিবিআই-এর আইনজীবী| তবে, কুলদীপের আইনজীবী তনভীর আহমেদ মীরের আর্জি ছিল, ‘কুলদীপের সর্বোচ্চ ১০ বছরের সাজা হোক|’ যদিও, সিবিআই-এর আর্জিই শুনল দিল্লির তিস হাজারি আদালত| যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল কুলদীপ সিং সেঙ্গারকে|  ঘটনার সূত্রপাত ২০১৭-র ৪ জুন| নির্যাতিতার বয়স তখন ১৭ বছর| পড়শি শশী সিং কাজ দেওয়ার না করে নির্যাতিতাকে নিয়ে যান বিধায়ক কুলদীপের কাছে| অভিযোগ, কুলদীপ, শশীর ছেলে এবং গাড়ির চালক মেয়েটিকে ধর্ষণ করেছিল| চার-বারের বিধায়ক সেঙ্গারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে গিয়ে নাজেহাল হয়েছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা| দেশজুড়ে শোরগোল পড়ে যাওয়ায় সেঙ্গারকে গ্রেফতার করা হয়, পরে বিজেপি থেকেও বহিষ্কার করা হয়| অভিযোগ, নির্যাতিতার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েও বেধড়ক মারধর করা হয়| পুলিশ হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার| চলতি বছরের জুলাই মাসে উন্নাও থেকে রায়বরেলি যাওয়ার সময় নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *