BRAKING NEWS

সময়ের কাজ সময়ে শেষ করতে হবে : সাংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ সময়ের কাজ সময়ে শেষ করতে হবে৷ আজ ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে ধলাই জেলা উন্নয়ন সমন্বয় এবং পর্যবেক্ষন কমিটির সভায় সভাপতিত্ব করে একথা বলেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সঠিকভাবে রূপায়িত করার লক্ষ্যে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়৷ সভায় জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, বিধায়ক আশীষ দাস, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুুজিত বিশ্বাস, সালেমা বি এ সি চেয়ারম্যান বিমল দেববর্মা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, জেলাশাসক বাক্ষিত কাউর, অতিরিক্ত জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল, আমবাসার মহকুমা শাসক জে বি দোয়াতি, কমলপুরের মহকুমা শাসক সুুশান্ত কুমার সরকার, জেলা পুলিশ আধিকারিক কিশোর দেববর্মা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিতন দেববর্মা, আট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

সভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সহ ন্যাশনাল রুরাল ড্রিংকিং ওয়াটার প্রোগ্রাম, অটল জলধারা মিশন, স্বচ্ছ ভারত মিশন, দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনা, ন্যাশনাল হেলথ মিশন আয়ুমান ভারত, সমগ্র শিক্ষা অভিযান, আই সি ডি এস, প্রধানমী কৃষি সিঞ্চাই যোজনা, দক্ষতা উন্নয়ন, মিড ডে মিল, পি এম কিষাণ, এম জি এন রেগা, শ্যামাপ্রসাদ মুখার্জী আরবান মিশন, প্রভৃতি প্রকল্প নিয়ে বিস্তত পর্যালোচনা করা হয়৷ সভায় সাংসদ রেবতী ত্রিপুরা ধলাই জেলার উন্নয়নে ও জনকল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির সফল রূপায়ণে দপ্তরগুলোর সঠিক ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন৷ বিদ্যৎ দপ্তরের প্রতিনিধি জানান, জেলায় যে সব এলাকায় বিদ্যৎ নেই সেখানে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় বিদ্যৎ পৌঁছে দেওয়া হবে৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক জানান জেলাতে মোট ৪২৯৮৩ জন বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন৷

এর মধ্যে রাজ্য সরকারের অন্তর্গত বিভিন্ন ভাতা পাচ্ছেন ২২৩০১ জন৷ কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ভাতা প্রাপকের সংখ্যা ২০৬৮২ জন৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক জানান এখন পর্যন্ত জেলায় ৩৩ হাজার ৭০৪ জন কৃষকের নাম প্রধানমী কিষাণ সম্মাননিধি যোজনায় নথীভূক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *