নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ধর্মীয় কারণে আফগানিস্তান থেকে নিগৃহীত হয়ে আসা হিন্দু এবং শিখ সম্প্রদায়দের প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে সাক্ষাত করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকারি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা।
বৈঠকে প্রতিনিধি দলের তরফে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের জন্য ধন্যবাদ দিয়েছেন আফগানিস্তানের প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলের তরফে জয় হিন্দ বলেও স্লোগান দেওয়া হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রকৃত তথ্য তুলে ধরার জন্য জনগণের কাছে গিয়ে প্রচার চালাচ্ছে বিজেপিকর্মীরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যকারী সভাপতি জগতপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এই সকল মানুষ ভারতে এসেছে। নাগরিকত্ব না থাকার কারণে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন এরা। এই সকল নাগরিকদের সমস্যা দূর করার জন্য উদ্যোগী হবে সরকার। এমনকি বিভিন্ন জায়গায় হেল্পডেক্সও গড়ে তোলা হবে। এই আইনটিকে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজেপি যে মানবিকতার জন্যই লড়ছে তাও মনে করে দিয়েছেন তিনি।
উল্লেখ করা যেতে পারে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ধর্মের কারণে ভারতে আসা অমুসলমানদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করা হবে।