BRAKING NEWS

সাফাই কর্মচারিদের জন্য স্টেট কমিশন গঠন করার প্রস্তাব ন্যাশনাল কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ সাফাই কর্মচারীদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতে ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারি-এর চেয়ারম্যান মনহার ভালজিভাই জালার নেতৃত্বে এক প্রতিনিধিদল দু’দিনের ত্রিপুরা সফরে এসেছেন৷


দু’দিনের বিভিন্ন কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মলনে মিলিত হন প্রতিনিধিদলটি৷ সাফাই কর্মীদের জাতীয় কমিশনের চেয়ারম্যান মনহার ভালজিভাই জালা তাদের দু’দিনের সফরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন৷ তিনি জানান, রাজ্যে এসে তারা তপশিলী জাতি উন্নয়ন নিগমের সাথে সাফাই কর্মচারিদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ৷ সাফাই কর্মচারীদের সাথেও প্রতিনিধিদলটি মতবিনিময়সভা করেছেন ৷ আগরতলা পুর নিগমের সাথেও তাঁরা বৈঠক করেছেন৷


সফরের দ্বিতীয় দিনে আজ সাফাই কর্মচারিদের অধিকার সম্পর্কে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ আগরতলায় সাফাই অভিযান কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেছেন বলে ভালজিভাই জালা জানিয়েছেন৷ তিনি জানান, এছাড়াও সাফাই কর্মচারিদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, আজ সচিবালয়ে সাফাই কর্মচারীদের বিভিন্ন দাবীদাওয়া ও অন্যান্য বিভিন্ন বিষয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৷ বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার ও ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের প্রধান সচিব, সচিবগণ উপস্থিত ছিলেন ৷ তাঁর কথায়, ওই বৈঠকে সাফাই কর্মচারিদের জন্য গঠিত স্টেট মনিটরিং কমিটির কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে৷ এছাড়াও সাফাই কর্মচারিদের জন্য জেলাভিত্তিক ও মহকুমা ভিত্তিক মনিটরিং কমিটি গঠনের জন্যও মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন৷


শ্রীজালা জানান, সাফাই কর্মচারিদের জন্য ন্যাশনাল কমিশনের মত স্টেট কমিশন গঠন করার জন্য পর্যালোচনা সভায় আলোচনা হয়েছে ৷ সাফাই কর্মচারিদের জন্য পি এফ, ই এস আই ইত্যাদি সুুবিধা চালু করার জন্য পর্যালোচনা বৈঠকে আলোচনা হয়েছে৷ এছাড়াও সাফাই কর্মচারিদের জন্য প্রধানমন্ত্রী সুুরক্ষা বীমা যোজনা ও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুুবিধা প্রদান, সাফাই করার সময় পরিধান করার জন্য উন্নতমানের কিট, প্রত্যেক সাফাই কর্মচারীদের জন্য ঘর প্রদান, সাফাই কর্মচারিদের মজুরি বৃদ্ধি ইত্যাদি বিষয়ে পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে ন্যাশানাল কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন ৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সাফাই কর্মচারিদের অধিকার ও স্বার্থ সুুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সাফাই কর্মচারিদের জাতীয় কমিশনের চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এজন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন৷


তাঁর মতে, সাফাই শুধুমাত্র সাফাই কর্মচারিদের কাজ নয়, সকলের দায়িত্ব৷ এদিন তিনি যেখানে সেখানে নোংরা না ফেলার জন্য সকলকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *