BRAKING NEWS

স্বাস্থ্যসেবায় দেশের মধ্যে সেরা হয়ে উঠুক রাজস্থান, এটাই সংকল্প : অশোক গেহলট

জয়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.): স্বাস্থ্যসেবায় গোটা দেশের মধ্যে সেরা হয়ে উঠুক রাজস্থান, এটাই সংকল্প ও লক্ষ্য| বুধবার রাজস্থানের রাজধানী জয়পুরে প্রথম জনতা ক্লিনিক উদ্বোধন করার পর এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট| এদিন জয়পুরের মালব্য নগরের বাল্মিকী বস্তিতে প্রথম জনতা ক্লিনিকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট| জনতা ক্লিনিক উদ্বোধনের প্রধান উদ্দেশ্য হল-শহরের বস্তিতে বসবাসকারী দরিদ্রদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহ করা|

মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, জনসাধারণের সুবিধার্থে রাজ্যজুড়ে এই ধরনের আরও ক্লিনিক খুলবে রাজ্য সরকার| প্রথম পর্যায়ে ১২টি জনতা ক্লিনিক খোলা হচ্ছে| ওই সমস্ত ক্লিনিকগুলিতে বিনামূল্যে ওষুধের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে মেডিক্যাল পরীক্ষাও করা হবে|

‘নিরোগী রাজস্থান’ অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, ‘স্বাস্থ্যকর রাজস্থান লক্ষ্যে নিরোগী রাজস্থান অভিযান একটি বড় পদক্ষেপ| স্বাস্থ্যসেবায় গোটা দেশের মধ্যে সেরা হয়ে উঠুক রাজস্থান, এটাই আমাদের সংকল্প| জন আন্দোলন গড়ে তুলতে হবে| আমি আশা করছি রাজস্থানের জনগণ নিজেদের স্বার্থে, রাজস্থানবাসীর স্বার্থে এবং সুস্বাস্থ্যের বিষয়ে সচেতন হবেন|’ এদিন এসএমএস মেডিক্যাল কলেজ প্রেক্ষাগৃহে ‘নিরোগী রাজস্থান’ অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *