BRAKING NEWS

সিএএ আন্দোলনের জন্য বিরোধীদের দায়ী করলেন যোগী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের জন্য কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলিকেই দায়ী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের উস্কে হিংসার পরিস্থিতি গড়ে তুলতে চাইছে বিরোধী দলগুলি। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও হিংসা এক রাজনৈতিক নেতার জন্য হয়েছে। গান্ধী-নেহেরু পরিবারের বিরুদ্ধে তোপ দেগে তিনি জানিয়েছেন, পরিবারতান্ত্রিক দলগুলি সংখ্যালঘুদের সিএএ-র নামে বিভ্রান্ত করছে। সমাজবাদী পার্টির বিরুদ্ধ তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, অপরাধী এবং সমাজবাদী পার্টি সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে।

১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা জন্য কংগ্রেসকে দায়ী করে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশে যখন সমাজবাদী পার্টি ক্ষমতায় ছিল তখনও মুজফফরনগরে দাঙ্গা হয়েছিল। কিন্তু বিজেপির আমলে কোনও দাঙ্গা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *