নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আইনের পরিষ্কার ব্যাখ্যা করে বলেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ধর্ম নির্বিশেষে কোনও ভারতীয় নাগরিককে প্রভাবিত করবে না এবং কোনও ভারতীয়কে এই আইন নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। সোমবার একাধিক টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হিংসাত্মক বিক্ষোভ দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। বিতর্ক সভা, আলোচনা, বিরোধিতা করা গণতন্ত্রের অঙ্গ। কিন্তু নাগরিক সম্পত্তি ধ্বংস এবং সাধারণ জনজীবনকে ব্যাহত করা নীতিবিরুদ্ধ কাজ।
ভারতীয় ঐতিহ্যের প্রতি আস্থা রেখেই যে নাগরিকত্ব সংশোধনী প্রণয়ন করা হয়েছে, তা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নিজের টুইটবার্তায় লিখেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ সংসদের উভয় কক্ষে ধনী ভোটে পাশ হয়েছে। বিপুল সংখ্যায় রাজনৈতিক দলগুলি সাংসদেরা এই আইনকে সমর্থন করেছেন। ভারতের প্রাচীন সৌভ্রাতৃত্ব, সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ফের তুলে ধরেছে এই আইন। দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, কোনও ধর্মের ভারতীয় নাগরিকদের উপর সিএএ প্রভাব ফেলবে না। এই আইন নিয়ে কোন ভারতীয়কে দুশ্চিন্তা করতে হবে না। ধর্মের নামে যে সকল মানুষকে নিপীড়িত হতে হচ্ছে। যাদের আর ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই তাদের জন্য এই আইন। দেশের উন্নয়নই যে সাধারণ নাগরিকদের লক্ষ্য হওয়া উচিত তা মনে করিয়ে দিয়ে তিনি টুইটে জানিয়েছেন, বর্তমানে ভারতের উন্নয়ন এবং দেশবাসী বিশেষ করে প্রান্তিক শ্রেণি, গরিবদের ক্ষমতায়নের জন্য সকলের কাজ করে যাওয়া উচিত। আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য বিভাজন তৈরি করে হিংসা ছড়ানোর কাজকে একেবারে বরদাস্ত করা হবে না।