নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : উন্নাও ধর্ষণ মামলায় বিধায়ক কুলদীপ সেঙ্গরকে দোষী সাব্যস্ত করল দিল্লির তিসহাজারি আদালত। ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিল কুলদীপ। গত ২ ডিসেম্বর থেকে আদালত টানা দুপক্ষের শুনানি শুনেছেন। আগামী ১৯ ডিসেম্বর সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। এই মামলায় আদালত অভিযুক্ত পক্ষের ৯ সাক্ষী এবং সরকার পক্ষের ১৩ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করেন। কুলদীপ উত্তরপ্রদেশের বাঙ্গারমাউ থেকে চারবারের বিধায়ক।
ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করা হয় কুলদীপের বিরুদ্ধে। ১২০বি (অপরাধ), ৩৬৩ (অপহরণ) ও ৩৭৬ (ধর্ষণ) ধারায় রুজু হয় মামলা। পকসো ধারাতেও অন্য একটি মামলা রুজু হয় তার বিরুদ্ধে। শেষমেশ ২০১৮ সালের ১৩ এপ্রিল গ্রেফতার হয় উত্তরপ্রদেশ বিধানসভার অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। সঙ্গে গ্রেফতার হয় অভিযুক্ত আরও চার। তিহাড় জেলে ঠাঁই হয় তাদের।দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৯ আগস্ট চার্জগঠন করে পুলিশ। প্রতিদিনের শুনানিতে এই শোনেন জেলা বিচারক ধর্মেশ শর্মা। সুপ্রিম কোর্টে আদেশে মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে আনা হয়েছিল। ২৮ জুলাই ওই ধর্ষিতার গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে ধর্ষিতার দুই আত্মীয়া মারা যান, গুরুতর আহত হন তিনি নিজে।