নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভকে উস্কেছে মেকি ধর্মনিরপেক্ষের দল বলে রবিবার জানিয়েছেন বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দের।
রবিবার মিলিন্দ পারান্দে জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের হটিয়ে দিয়ে তাতে ভারতবাসীর ক্ষতির কিছু নেই। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে। জাতীয় স্বার্থের এই যুক্তিকে অগ্রাহ্য করে মেকি ধর্মনিরপেক্ষ এবং কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ উস্কে দিচ্ছে। বিভ্রান্ত করে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের প্রতি নরমপন্থা নিয়েছেন রাহুল গান্ধী।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হওয়া অপপ্রচার রুখতে দেশজুড়ে প্রচার চালাবে বিশ্বহিন্দু পরিষদ।