BRAKING NEWS

নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধিতায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাশে জনজাতি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করলেন ক্যাব বিরোধী জনজাতি নেতারা৷ বৃহস্পতিবার ক্যাব বিরোধী যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এবং আইপিএফটি নেতৃবৃন্দ ও ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ত্রিপুরা পিপল ফ্রন্ট সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ওই বিলের প্রতি আবারো আপত্তি জানিয়ে সমাধানের আর্জি জানিয়েছেন৷ জনজাতি নেতাদের সাথে ক্যাব নিয়ে আলোচনায় সন্তোষ প্রকাশ করে বাস্তবের সাথে সাযুজ্য রেখেই তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে টুইট বার্তায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷


এদিন বৈঠক শেষে ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের আবারো বিরোধিতা করেছি৷ এই বিল সংবিধান বিরোধী এবং ত্রিপুরায় ওই বিল লাগু হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ত্রিপুরার প্রতি যথেষ্ট সংবেদনশীল বলে জানিয়েছেন৷ তাই তাঁকে উপায় খুঁজে বের করতে অনুরোধ জানিয়েছি৷


এদিকে, ক্যাব বিরোধী যৌথ মঞ্চের কনভেনর এন্থনি দেববর্মা বলেন, আজ সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়েছে এবং আমরা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা করেছি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য রেখেছি৷ তিনিও মনোযোগ দিয়ে আমাদের সমস্যা শুনেছেন৷ এন্থনি দেববর্মা বলেন, আমাদের সমস্যাগুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ এমনকি, বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচনা করবেন বলে জানিয়েছেন৷ এন্থনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমাদের সমস্যা নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি৷ তবে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সন্তুষ্ট হতে পারছি না৷


এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী টুইট বার্তায় ত্রিপুরার জনজাতি নেতাদের সাথে ইতিবাচক আলোচনার জন্য সন্তোষ প্রকাশ করেছেন৷ শুধু তাই নয়, তাঁদের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *