নিরাপত্তাহীনতার অভিযোগে থানায় ভিড় জমাল তিন শতাধিক আতঙ্কগ্রস্থ ছাত্রছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ নিরাপত্তাহীনতা ও প্রয়োজনীয় রেশন সামগ্রী অভাবের অভিযোগ থানার শরণাপন্ন প্রায় তিন শতাধিক উপজাতী ছাত্র-ছাত্রী৷ শান্তিপ্রিয় কৈলাসহরের বুকে গুজবে কান দিয়ে সৃষ্টি এই উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও মহাকুমা প্রশাসনের পাশাপাশি সমস্ত বিভেদ ও মতানৈক্য ভুলে মাঠে নামলর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রাও৷ যুব কংগ্রেসের ডাকে আজ রাজ্যেবন্ধপালিত হচ্ছে৷ এই বনধকে কেন্দ্র করে কৈলাসহর মহকুমার কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেলা বারোটা নাগাদ হঠাৎ করে প্রায় তিন শতাধিক উপজাতির ছাত্র ছাত্রী কৈলাসহরগ থানা আসতে হতে শুরু করে৷ হঠাৎ করে এভাবে উপজাতি ছাত্র-ছাত্রীদের কৈলাসহর থানায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয় কৈলাসহর এলাকা জুড়ে৷


এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় গুজব ছড়ানোর কাজ৷ পরিস্থিতি মোকাবেলায় ও এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সমস্ত বিভেদ ভুলে বিজেপি কংগ্রেস সিপিএম প্রায় সবক’টি রাজনৈতিক দলের নেতৃত্ব ছুটে আসে কৈলাসহর থানায়৷ পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানায় ছুটে আসেন অতিরিক্ত মহকুমা শাসক অরিন্দম দাস, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক৷ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ছাড়া রাজনৈতিক দলের নেতৃত্ব কথা বলেন ছাত্র ছাত্রীদের সাথে৷ যদিও ছাত্র-ছাত্রীদের তরফে জানানো হয়েছে লাগাতর রাজ্যে অর্ধবেলায় ও গতদিন থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় প্রত্যেকের বাড়ি ঘরের সাথে যোগাযোগ যেমন বন্ধ হয়ে গেছে৷ প্রয়োজনীয় রেশন সামগ্রী ও টাকা পয়সা পাঠানো যাচ্ছে না৷


ফলে তাদের দৈনন্দিন জীবনে ব্যাহত হচ্ছে৷ যদিও প্রত্যেকের ভেতরে এক অজানা ভয় কাজ করছে৷ কারণ বিগত কয়েকদিন যাবত রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা এবং সেই ঘটনাকে নিয়ে কিছু মিথ্যা অপপ্রচার এক অজানা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ তাই শহরের বুকে বিভিন্ন বিদ্যালয় এর আবাসিক ছাত্র ছাত্রী থেকে শুরু করে ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করা সুকল-কলেজের ছাত্রছাত্রীরা এক অজানা আতঙ্কে ভুগছে৷ পাশাপাশি ছাত্রছাত্রীদের বাড়ি থেকে ফোন করে বাড়িতে ফেরার চাপ দেওয়া হচ্ছে৷ যদিও মহকুমা প্রশাসক, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷


পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়৷ একদিক যেমন সুকল হোস্টেলগুলিতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়, ঠিক তেমনি শহরের বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো এবং যারা ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করে প্রত্যেকের বাড়ির মালিকের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়৷ পাশাপাশি মহকুমা প্রশাসনের তরফ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দু কেজি চাল ৫০০ মসুর ডালের ব্যবস্থা করে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে৷ পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আজ মহকুমা প্রশাসনের উদ্যোগে মধ্যাহ্ণভোজন করানোর পর নিরাপত্তা ব্যবস্থার সাথে প্রত্যেক নিজ নিজ জায়গায় পৌঁছে দেওয়া হয়৷ পাশাপাশি পুলিশ ও মহকুমা প্রশাসনের ফোন নাম্বার দেওয়া হয় ২৪ ঘণ্টা সাহায্য প্রদানের আশ্বাস দিয়ে৷


পাশাপাশি রাজনৈতিক মতাদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও বিজেপি রাজ্য সম্পাদক নিতিশ দে, জেলা কংগ্রেস সভাপতি মুহামমদ বদরুজ্জামান ছাত্র-ছাত্রীদের সাথে দীর্ঘ আলোচনা করে সমস্ত রকম সাহায্য সহযোগিতা নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন৷ ক্যাব এর বিরোধীতা করে জয়েন্ট মাভমেন্ট কমিটির ডাকা ত্রিপুরা বনধকে কেন্দ্র করে রাজ্যে বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কৈলাসহর মহকুমায় এর কোন আচ লাগেনি৷ তাই শান্তি-সম্প্রীতি বজায় রেখে কোন ধরণের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃত্বদের তরফ থেকে৷