BRAKING NEWS

দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত : নির্ভয়া মামলায় অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): আর দেরি নয়, নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত| সমস্ত প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা উচিত| নির্ভয়া মামলায় শুক্রবার এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে গণধর্ষণের পর চলন্ত বাস থেকে দিল্লির রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল নির্ভয়াকে| সেই ঘটনার পর কেটে গিয়েছে সাত বছর| দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে লড়াই চালিয়ে যাচ্ছেন নির্ভয়ার বাবা-মা|

নির্ভয়া মামলায় শুক্রবার শুনানি স্থগিত রেখেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর| ওই দিন চারজন সাজাপ্রাপ্তকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা বিচারপতি সতীশ কুমার আরোরা| এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত, এমনটাই আমার ইচ্ছা| সমস্ত প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা উচিত|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *