মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.) : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে। ধৃতদের জেরা করে তাদের সঙ্গে আরও কারা আছে তার সন্ধান করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বহু নাগরিক কাজের সূত্রে ভারতে প্রবেশ করে আর ফিরে যায় না বলে অভিযোগ। সেজন্য মাঝে মধ্যেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশ। কয়েকদিন আগে তাদের কাছে খবর পৌঁছায়, পালঘর এলাকায় কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছে। কোন কাগজপত্র তাদের কাছে নেই। এরপরই পুলিশের একটি দল তাদের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল।
বৃহস্পতিবার রাতে অভিযানের সময় সাতজন বাংলাদেশিকে আটক করা হয়। পরে জেরা করার সময় কথাবার্তায় অসংগতি পেয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে বহু মানুষ। অনেক সময়ই তাদের আর কোনও সন্ধান পাওয়া যায় না। তবে নির্দিষ্টভাবে কোনও অভিযোগ থাকলে মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। কয়েকদিন ধরে সেই কাজই চলছিল। তখনই ওই সাতজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে কীভাবে তারা ভারতে এলো তা জানার চেষ্টা চলছে।