নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় বিরাট কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ বিভিন্ন দফতরে প্রায় ছয় হাজারেরও বেশি লোক নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ৮৬১৪ শূন্যপদে ইতিমধ্যে ২৩০৩টি শূন্যপদ ইতিমধ্যে পূরণ হয়েছে বলে দাবি করেছেন তিনি৷
প্রসঙ্গত, ত্রিপুরায় কর্মসংস্থানের প্রশ্ণে রাজ্য সরকার এখন ভীষণ চাপে রয়েছে৷ কারণ, শূন্যপদ পূরণে বিশেষ কোন উদ্যোগ নেয়নি ত্রিপুরা সরকার৷ স্বাভাবিকভাবেই বেকারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ তবে, আর্থিক সীমাবদ্ধতাও শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে৷ পূর্বতন সরকার প্রচুর আর্থিক বোঝা রেখে গেছে৷ ফলে বর্তমান সরকারকে রাজ্য পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে, দাবি করেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রীর কথায়, বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ হউক, চাইছে রাজ্য সরকার৷ তার মধ্যে স্বরাষ্ট্র দফতরে অবিলম্বে লোক নিয়োগ করা খুবই জরুরি৷ তাঁর দাবি, স্বরাষ্ট্র দপ্তরে ২২৩৪টি শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হবে৷ এছাড়া, সাধারণ প্রশাসনে ২৯৯টি, বন দফতরে ৭৯০টি, কৃষি দফতরে ১১৯৯টি, সমাজশিক্ষা দফতরে ১২৮৮টি, আইন দফতরে ২৯৯টি, স্বাস্থ্য দফতরে ৯৬৪টি, গ্রামোন্নয়নে ৪০২টি, শিল্প দফতরে ১১৩টি, বুনিয়াদি শিক্ষা দফতরে ১০৪টি, বিদ্যুৎ দফতরে ১৮টি, যুব ও ক্রীড়া দফতরে ৯২টি সহ অন্যান্য ডফতরে শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হবে৷
মুখ্যমন্ত্রীর কথায়, শূন্যপদ পূরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে৷ শীগ্রই শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হবে৷ তিনি বলেন, ওই শূন্যপদে নিয়মিত বেতনক্রমে ৩৮১৮ জন, চুক্তির ভিত্তিতে ১০২৩ জন, আউটসোর্চিং ৩১৪৩ জন এবং ডাই ইন হার্নেস-এ ৬৩০ জনকে নিয়োগ করা হবে৷