নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ শাসক জোট শরিক আইপিএফটির ডাকা বারো ঘন্টার এডিসি বন্ধ সোমবার সকালে শুরু হচ্ছে৷ এই বন্ধকে কেন্দ্র করে গোটা রাজ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ এই বন্ধের জেরে বাতিল করা হয়েছে ট্রেন চলাচাল৷ সেই সাথে আগামীকালের যেসব পরীক্ষা ছিল সেগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে৷
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সকাল ও দুপুরে যেসব বিষয়ে ডিগ্রী কোর্স এবং অনার্স কোর্সের পরীক্ষা ছিল সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে৷ এই পরীক্ষাগুলি হবে আগামী বছরের তথা জানুয়ারীর দুই তারীখ৷ অন্যদিকে, এমবিবি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ও দুপুরে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি আগামী বছরের তথা জানুয়ারী মাসের সাত তারীখ করা হয়েছে৷
এদিকে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফ থেকে রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে ওইদিন রাজ্যের ভেতরে যেসব ডেমো ট্রেন ও পেসেঞ্জার ট্রেন চলতো সেগুলি বাতিল করা হয়েছে৷ তবে, বন্ধ শেষ হওয়ার পর ধর্মনগর থেকে আগরতলা রুটে একটি পেসেঞ্জার ট্রেন চালানো হবে বলে বিবৃতিতে উল্লেখ আছে৷