BRAKING NEWS

দেশের বিচারকদের প্রতি আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ ডিসেম্বর (হি.স.) : দেশের বিচারকদের প্রতি আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এদিন বাংলাদেশে মামলার রায় বাংলায় লেখার আবেদন জানিয়ে তিনি |

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি চাই না যে আমার মত স্বজন হারানোর বেদনা নিয়ে বছরের পর বছর কেউ অপেক্ষা করুক। সবাই যেন ন্যায়বিচার পায়, আইনের আশ্রয় পায়। যেটা আমাদের পবিত্র সংবিধানে আছে।’

এদিন বিচারকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি দেশ,  জনগণ এবং সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা আপনারা আপনাদের মেধা-মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন।’

দেশে আইনের শাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সব নাগরিক যাতে আইনের আশ্রয় লাভের সুবিধা পায়-সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং সেটা আমরা করবো।’

তিনি বলেন, ‘আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করেছি যেহেতু আমাদের সংবিধানে বলা আছে আইনের আশ্রয় লাভে সবার সমান অধিকার। আমরা তাতে বিশ্বাস করি। সবারই ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।’

পাশাপাশি বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে বলে হাসিনা বলেন, ‘অনেকগুলো রায় খুব দ্রুত দেওয়ার ফলে আমি বলবো বিচার বিভাগের ওপর মানুষের আস্থা-বিশ্বাস অনেক অনেক বেড়ে গেছে। সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

বাংলায় রায় লেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মামলার রায় লেখা হয় শুধু ইংরেজি ভাষায়, তাতে অনেক সময় আমাদের সাধারণ মানুষ যারা হয়তো ইংরেজি ভালো বোঝেও না, তারা কিন্তু ধোকায় পড়ে যায়। তারা সঠিক জানতে পারে না যে রায়টা কী হল। সেজন্য ইংরেজিতে লেখা হোক কিন্তু সঙ্গে সঙ্গে বাংলায় লেখা থাকা উচিত।’

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *