নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-এর বিরোধিতা করে বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অসম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে বসেছে ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা (আইএনপিটি)৷ দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, বড়মুড়ার পাদদেশে খামতিংবাড়ি এলাকায় ব্রিজের উপর অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে৷ এদিকে, বড়মুড়ায় ভৃগুদাসপাড়া এলাকায় রেল অবরোধ করছে আইএনপিটি৷ আজকের অবরোধের জেরে রেল পরিষেবা আংশিক ব্যহত হয়েছে৷
জগদীশবাবু জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সড়ক ও রেল অবরোধের কর্মসূচি পালন করা হচ্ছে আজ৷ তাই, খামতিংবাড়ি ও ভৃগুদাসপাড়া এলাকায় দলীয় কর্মী-সমর্থকরা অবরোধে বসেছেন৷ তাঁর দাবি, শান্তিপূর্ণ ভাবেই অবরোধ করছেন তাঁরা৷ দলের সভাপতি বিজয় রাঙ্খল বলেন, আজ জাতীয় সড়ক ও রেল অবরোধের ঘোষণা অনেক দিন আগেই হয়েছিল৷ ফলে, এতে মানুষের খুব একটা ভোগাম্তি হবে বলে মনে করি না৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল চালু হোক তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না৷ সে-ক্ষেত্রে এডিসি কিংবা ইনার লাইন পারমিট এলাকাকে ছাড় দেওয়া হলেও সন্তুষ্ট নই আমরা৷ সমগ্র ত্রিপুরাকে ওই বিলের আওতার বাইরে রাখতে হবে, সাফ জানালেন তিনি৷
এদিকে, আজকের অবরোধের জেরে ত্রিপুরায় রেল পরিষেবা আংশিক ব্যহত হয়েছে৷ দূরপাল্লার ট্রেনের সূচি বদল করেছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷ আগরতলা স্টেশন ম্যানেজার মুন্না যাদব জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময় পরিবর্তন করে আজ সকালের বদলে রাতেই বেরিয়ে গেছে৷ পাশাপাশি, আগরতলা-আনন্দবিহার ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসের সময় সাড়ে চার ঘণ্টা পিছিয়েদওয়া হয়েছে৷ তিনি বলেন, ওই ট্রেন দুপুর দুটার বদলে সন্ধ্যা সাড়ে ছয়টায় আগরতলা স্টেশন থেকে ছাড়বে৷ তিনি আরও জানান, আগরতলা-ধর্মনগর উভয়দিকে ও আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেন আজ বাতিল করা হয়েছে৷ তবে, সাব্রুম রুটে ট্রেন স্বাভাবিকভাবেই চলছে৷
অবরোধকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ অবশ্য, এখনও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ আইএনপিটি সভাপতি বলেন, রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বৈঠকে আশ্বস্ত করেছি, শান্তিপূর্ণ অবরোধ করবে আইএনপিটি৷ তাই, ওই অবরোধে পুলিশ বাধা দেবে না আশা প্রকাশ করেছেন তিনি৷