BRAKING NEWS

সতর্ক করা সত্ত্বেও শোনেনি অভিযুক্তরা, তখনই গুলি করা হয় : সিপি ভি সি সজ্জানার

হায়দরাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): হায়দরাবাদে তরুণী পশু চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে গোটা দেশে| অনেকেই সাবাশি দিয়েছেন হায়দরাবাদ পুলিশকে, কেউ বলেছেন অন্যায়| কিন্তু, শুক্রবার ভোররাত তিনটে থেকে সকাল ছ’টা পর্যন্ত আসলে কী হয়েছিল, তা জানালেন সাইবারাবাদের সিপি ভি সি সজ্জানার| শুক্রবার ঘটনাস্থল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার (সিপি) ভি সি সজ্জানার জানিয়েছেন, ‘পুলিশ হেফাজতে নেওয়ার পর গত ৪ ও ৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিযুক্তদের| শুক্রবার ভোররাতে তদন্তের স্বার্থে ক্রাইম-স্পটে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তদের| ১০ জন পুলিশ কর্মী অভিযুক্তদের ক্রাইম স্পটে নিয়ে এসেছিলেন|’ সিপি জানিয়েছেন, ‘পুননির্মাণের সময় লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্তরা, পুলিশের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে| পুলিশ কর্মীরা সতর্ক করে অভিযুক্তদের আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু তারা কোনও কথাই শোনেনি| এরপরই আমরা গুলি চালাই এবং এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যু হয়| এনকাউন্টারে দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|’

সাইবারাবাদের সিপি আরও জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে| মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে| পিএমই-র জন্য মৃতদেহগুলি স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে| এনকাউন্টার প্রসঙ্গে সি পি জানিয়েছেন, ‘আমি শুধু বলতে পারি আইন নিজের দায়িত্ব পালন করেছে|’ শুধুমাত্র তরুণী পশু চিকিত্সককে ধর্ষণ ও খুন নয়, কর্ণাটকে বেশ কয়েকটি মামলাতেও তারা অভিযুক্ত| সিপি জানিয়েছেন, ‘আমাদের সন্দেহ কর্ণাটকে অন্যান্য মামলাতেও জড়িত রয়েছে অভিযুক্তরা, তদন্ত চলছে|’ তেলেঙ্গানা এনকাউন্টারের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন| এ প্রসঙ্গে সি পি জানিয়েছেন, ‘রাজ্য সরকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমরা জবাব দিতে প্রস্তুত|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *