BRAKING NEWS

বাবাকে খুন করে মাটিতে পুঁতে পালিয়ে গেল ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বাবাকে খুন করে মাটিতে পঁুতে পালিয়ে গেল ছেলে৷ ঘটনা অমরপুর মহকুমার সর্বং গ্রত্রামের গোপিনাথ পাড়ায়৷ শুক্রবার দুপুরের পর কোন এক সময় ওই এলাকার বাসিন্দা গোপাল পদ জমাতিয়া (৫০) কে তার ছেড়ে মানিক জমাতিয়া (৩০)৷

জঙ্গলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে৷ তারপর মৃতদেহ জঙ্গলেই মাটি খুড়ে পুঁতে দেয়৷ সেইদিন থেকে গোপল পদ জমাতিয়া নিখোঁজ৷ রবিবার বিকালে এলাকার এক ব্যক্তি জঙ্গলে যায়৷ সেখানে মাটি খুড়ার বিষয়টি প্রত্যক্ষ করেন৷ গ্রামের লোকদের নিয়ে গর্ত খুড়ে দেখেন মৃতদেহ৷

সাথে সাথেই খবর দেয়া হয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে যায়৷ সন্ধ্যা হয়ে যাওয়ায় রবিবার মৃতদেহ তোলা হয়নি৷ সোমবার সকালে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে দেয়৷ পুলিশ একটি মামলা নিয়ে ঘাতক ছেলে মানিক জমাতিয়াকে ধরতে চেষ্টা করছে৷ সে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *