নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর ৷৷ রাজধানীর জেইল আশ্রম রোড সদ্ভাবনা সামাজিক সংস্থার পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মম৷ রক্তদান শিবিরে উপস্থিত হয়ে তিনি এধরনের সামাজিক কাজে এগিয়ে আসার জন্য সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান৷
আগামীদিনে আমাদের আরও একটি যুদ্ধ জিততেই হবে আর সেটি হল ছাত্র যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচিয়ে আনা গত কয়েকবছর যাবৎ আমাদের রাজ্যের যুব সমাজকে বিপথে পরিচালিত করার এক অপপ্রয়াস কাজ করছে৷ যুবকরাও এই পথে পা বাড়িয়ে বিভিন্ন নেশায় মত্ত হচ্ছে৷ যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধবংস হয়ে যাচ্ছে৷ কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেই খুঁজে তো বের করতে হবে পাশাপাশি যুব সমাজ এ রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে৷ জেইল আশ্রম রোডস্থিত সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বিধায়ক সুদীপ রায় বর্মন একথা বলেন৷
তিনি বলেন, এখনি যদি রাজ্যের যুব সমাজকে বুঝিয়ে পথে না আনা যায় পরবর্তী পাঞ্জাবের মতো অবস্থা হতে দেরি লাগবে না৷ তখন সেই জায়গা থেকে তাদের ফিরিয়ে আনা কঠিন হবে৷ তিনি সকল সামাজিক সংস্থা সহ বুদ্ধিদীপ্ত মানুষের কাজে আহ্বান রাখেন সকলে এগিয়ে এসে যেন রাজ্যের যুব সমাজকে রক্ষা করতে পারে৷ বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মায়ানমার থেকে বিভিন্ন প্রকার ড্রাগস ত্রিপুরাকে করিডর হিসেবে ব্যবহার করে পাঁচার হচ্ছে৷ এর মধ্যে রাজ্যে কিছু নেশা কারবারীও এতে জড়িত রয়েছে৷ তাদের মাধ্যমেই রাজ্যে যুবক সম্প্রদায় নেশায় আসক্ত হতে অনুপ্রাণিত হচ্ছে৷