মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.) : প্রত্যাশামতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন কংগ্রেসের নানা পাটোলে। কার্যত রবিবার মারাঠাভূমিতে মহানাটকের আরও এক অধ্যায় শেষ হল।
সূত্রের খবর, গোপন ব্যালটে ভোট হলেই বিজেপি স্পিকার পদের জন্য ভোটে শামিল হত। কিন্তু তা না হওয়ায় এদিন নিজেদের প্রার্থী কিষান কাঠোরের নাম প্রত্যাহার করে নেয় বিজেপি। যদিও বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এদিন বলেন, ‘বহুদিন ধরেই স্পিকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। সেই প্রথা মেনেই বিরোধীদের অনুরোধ মেনে আমরা আমাদের প্রার্থীর নাম প্রত্যাহার করে নিয়েছি।’ তবে রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, অবশ্যম্ভাবী পরাজয় এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। মারাঠাভূমে ‘মহা বিকাশ আঘাড়ি’র অংশ হওয়ার শর্ত হিসেবে স্পিকার পদের দাবি জানিয়েছিল কংগ্রেস। সেই দাবি মেনেই এদিন চারবারের বিধায়ক পাটোলের নামে সহমত হয় শিব সেনা ও এনসিপি।
বিগত নির্বাচনে বিদর্ভের সাকোলি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন নানা পাটোলে। তবে একসময় বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির টিকিটেই লড়েছিলেন তিনি। জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে মত বিরোধের জন্যই ২০১৭ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে যান তিনি। এদিকে কিষান কাঠোরের ইনিও একসময় কংগ্রেসেই ছিলেন। ২০০২ সালে থানে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছিলেন। তারপরে এনসিপির টিকিটে থানের অম্বেরনাথ জেলা থেকে নির্বাচিত হন। পর পর চারবার মুরবাদ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপির টিকিটেই নির্বাচিত হয়েছেন তিনি।