ফের ব্যাঙ্ক জালিয়াতি অ্যাকাউন্ট থেকে ৭৩,৪০০ টাকা উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ আবারও প্রতারণার শিকার হলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক৷ স্টেট ব্যাঙ্কে রাখা চার লক্ষ টাকার ফিক্সড ডিপোটিজ (এমআইএস) থেকে হঠাৎ করে উধাও হয়ে গেলো ৭৩,৪০০ টাকা৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদয়পুর মাতাবাড়ি স্থিত গর্জি শাখায় ওই ঘটনায় গ্রাহকদের মধ্যে ফের ব্যাঙ্ক জালিয়াতির আতঙ্ক দেখা দিয়েছে৷


স্টেট ব্যাঙ্কের শাখা থেকে টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় উদয়পুরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনায় উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এ-বিষয়ে প্রতারিত নিয়তি দে বলেন, গত ২৫ ফেব্রুয়ারী দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা দুই বছরের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্জি শাখায় ফিক্সড ডিপোজিট (এমআইএস) করেছি৷ ২০২১ সালে ওই ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হবে৷ তাঁর কথায়, গত পঁচিশ নভেম্বর ছেলে হারাধন দে ব্যাঙ্কের পাসবইটি ব্যাঙ্কে আপডেট করে দেখেন গত চবিবশ নভেম্বর একবার ৫০,০০০ টাকা, ১০,০০০ টাকা করে আরও দুইবার এবং একবার ৩৪০০ টাকা একাউন্ট তোলা হয়েছে৷ তিনি বলেন, ৫০,০০০ টাকা দেখা গিয়েছে ফ্লিপকার্ড থেকে কেঁটে নেওয়া হয়েছে৷ বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের গোচরে নেওয়া হলে তাঁরা সঙ্গে সঙ্গে একাউন্ট ব্লক করে দেন৷


এদিকে, নিয়তী দে-র ছেলে হারাধন দে জানান, এই ফিক্সড ডিপোজিট (এমআইএস) থেকে কোনও সময় কোন সুদের টাকা তুলা হয়নি৷এমনকি এটিএম দিয়েও কোন টাকা তুলা হয়নি৷তিনি আরো বলেন, নেট ব্যাঙ্কির এর মাধ্যমে কোন কিছু ক্রয় করা কিংবা কোনও প্রকার লেনদেনও হয়নি ওই একাউন্ট থেকে৷ ফলে, এত টাকা কিভাবে একাউন্ট থেকে গায়েব হয়ে গেলো বুঝতে পারছেন না তিনি ও নিয়াতিদেবী৷ তাই ওই ব্যাঙ্ক জালিয়াতির সুষ্ঠু তদন্তক্রমে হারানো টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন মা ও ছেলে৷
এ-বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি৷ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা৷ পুলিশের বক্তব্য, তদন্তে ব্যাঙ্ক জালিয়াতির প্রমান মিলবে৷ শীঘ্রই ওই জালিয়াতির সুরাহা হবে বলে দাবি পুলিশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *