গুয়াহাটি, ২৮ নভেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-কে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা। আজ বৃহস্পতিবার ছিল বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন। অধিবেশনের কার্যক্রমণিকা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাব, এনআরসি, অসম চুক্তি ইত্যাদি প্রসঙ্গে সদন স্থগিত রাখার প্রস্তাব দেন বিরোধী কংগ্রেস, এআইইউডিএফ-এ বিধায়করা। কিন্তু অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী বিরোধীদের প্রস্তাবে অনুমতি দেননি। তাঁদের দাবি না মানায় সদন ত্যাগ করে বাইরে এসে প্ৰতিবাদ সাব্যস্ত করেন এআইইউডিএফ ও কংগ্রেসিরা। এআইইউডিএফ সদনের বাইরে হাতে হাতে প্ল্যা-কাৰ্ড নিয়ে এবং কংগ্রেস বিধায়করা বিধানসভার বাইরে মেঝেতে বসে-শুয়ে ক্যাব-এর বিরোধিতা করেন।
কংগ্ৰেসের বিধায়করা বেশ কয়েক ঘণ্টা বিধানসভার বাইরে মেঝেতে বসে শুয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্ৰ প্ৰতিবাদ করেন। প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ, প্ৰাক্তন মন্ত্ৰী তথা বিধায়ক রকিবুল হুসেন, অজন্তা নেওগ, বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, রূপজ্যোতি কুর্মি প্রমুখ। ‘জাতিধ্বংসী নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করো’, ‘এনআরসি বাতিল প্রক্রিয়া বন্ধ করো’, ‘এনআরসি-কে বাতিল না করে একজন নিরপেক্ষ আধিকারিক কর্তৃক এনআরসির নবায়ন করো’, ‘অক্ষরে অক্ষরে রূপায়ণ করো অসম চুক্তি’, ‘এনআরসি-ছুট ১৯ লক্ষ মানুষকে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করো’, ‘অসমিয়া ভাষা সংস্কৃতি ধ্বংস করা বন্ধ করো’, ‘ক্যাব-এর পক্ষাবলম্বনকারী মুখ্যমন্ত্রী হায় হায়’, ‘অসম সরকার হায় হায়’, ‘কোথায় গেল বিজেপির জাতি মাটি ভিটে রক্ষা করার অঙ্গীকার’ ইত্যাদি স্লোগান দিয়ে প্ৰতিবাদী কংগ্রেসি বিধায়করা বিধানসভার মূল প্রবেশদ্বার চত্বর উত্তাল করে তুলেন।
এদিকে চা বাগানের সমস্যা দূর সংক্রান্ত দাবির ভিত্তিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়নির কংগ্ৰেসি বিধায়ক রূপজ্যোতি কুৰ্মিকে বিধানসভার প্ৰবেশদ্বারে আলাদাভাবে প্ল্যা-কাৰ্ড হাতে নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া ‘জয় আই অসম’ ধ্বনি দিয়ে বিধানসভার অন্দরও আজ কাঁপিয়েছেন রূপজ্যোতি। এভাবেই আজ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্ৰথম দিন কেটেছে।