নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ উমাকান্ত অ্যাকাডেমির একাদশ শ্রেণির ছাত্র এবং শিক্ষকরা গণটুকাটুকির ঘটনায় ভুল স্বীকার করেছেন৷ তাই বিদ্যালয়ে গণটুকাটুকির ঘটনায় ছাত্র ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ ভবিষ্যতে তাঁরা এ ধরনের ভুল আর হবে না বলেও নাকি মুচলেকা দিয়েছেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_0512-1024x678.jpg)
সম্প্রতি রাজধানী আগরতলার বনেদি বিদ্যালয় হিসেবে পরিচিত উমাকান্ত অ্যাকাডেমিতে গণটুকাটুকির ঘটনা ঘটেছে৷ এতে উমাকান্ত অ্যাকাডেমির অ্যালামনির সদস্যরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন৷ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের কাছে এই অপরাধের ব্যবস্থা নেওয়ার জন্য অ্যালামনির তরফে অনুরোধ জানানো হয়েছিল৷ তবে, শিক্ষা দফতরও গণটুকাটুকির ঘটনায় খুব তাড়াতাড়ি সক্রিয় ভূমিকা নিয়েছে৷ শিক্ষা অধিকর্তা ইউকে চাকমা এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে বিষয়টির সত্যতা যাচাই করেন৷ বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করে আজ ছাত্রছাত্রী এবং শিক্ষক- শিক্ষিকাদের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন মন্ত্রী নাথ৷
মন্ত্রী জানিয়েছেন, উমাকান্ত অ্যাকাডেমিতে দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে ১১২ জন, বিজ্ঞান বিভাগে ১০৬ জন এবং বাণিজ্য বিভাগে ২৯ জন ছাত্র রয়েছেন৷ আজ পরীক্ষা শেষ হওয়ার পর তাদের সকলের সাথে খোলামেলা আলোচনা করেছেন তিনি৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক ছাত্রই ঘটনার জন্য অনুতপ্ত৷ তারা দুঃখপ্রকাশ করে আগামীদিনে এমন ভুল পথ অবলম্বন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে৷ তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথেও পৃথকভাবে কথা বলেছি৷ ভুলত্রুটি হয়েছে তাঁরা স্বীকার করেছেন৷ সাথে আগামীদিনে এমন কোনও ঘটনা ঘটবে না বলে শিক্ষক-শিক্ষিকারা আশ্বস্ত করেছেন৷
শিক্ষামন্ত্রী বলেন, ছাত্ররা সকলকে তাদের প্রতি ভরসা রাখতে বলেছে৷
আগামীদিনে ক্লাসরুমে একজন শিক্ষক না থাকলেও সে সুযোগ নিয়ে তারা টুকাটুকি করবে না বলে আশ্বাস দিয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ছাত্ররা তাদের বক্তব্যে অবিচল থাকবে বলে আমার বিশ্বাস৷ তাই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে অন্তিমবারের জন্য সুযোগ দিয়েছি৷