মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গড়বে শিব সেনা-এনসিপি-কংগ্রেস। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সরকার গঠন নিয়ে দীর্ঘদিনের জটের মধ্যেই এমন দাবি করলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তাঁর দাবি, তাঁদের তৈরি করা সরকার পূর্ণমেয়াদ স্থায়ী হবে। মাঝপথে কোনও নির্বাচন করার প্রয়োজন পড়বে না। এই জোট তৈরি হতেই এত সময় লাগছে, তার স্থায়ীত্ব কতদিন হবে এই নিয়ে যাতে প্রশ্ন না-ওঠে, তাই আগেভাগেই সতর্ক শরদ পাওয়ার।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/12/BL02_SHARAD_PAWAR__3181035f.jpg)
শুক্রবার তিনি জানালেন, শিব সেনা, এনসিপি ও কংগ্রেস দৃঢ় একটি সরকার গঠন করতে চায়, যা উন্নয়ন-কেন্দ্রিক। পাওয়ার জানান, আগামী ২০ দিনের মধ্যেই মহারাষ্ট্রে সরকার তৈরি হবে। মুখ্যমন্ত্রী হবেন শিব সেনার প্রতিনিধি। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন নির্বাচনের কোনও প্রশ্নই ওঠে না। এই সরকার গঠিত হবে এবং পাঁচ বছর ক্ষমতায় থাকবে। পাঁচ বছর যাতে সরকার চলে তার সব প্রচেষ্টা আমরা করব।’ সরকার গঠনের জন্য বিজেপিও এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছে কি না, এই প্রশ্নের জবাবে পাওয়ার বলেন, তাঁর দল শুধুমাত্র সেনা ও কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। অন্য কোনও দলের সঙ্গে কথা হয়নি। তিন দল আপাতত অভিন্ন ন্যূনতম কর্মসুচি তৈরিতে ব্যস্ত বলে জানান তিনি।