নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ অযোধ্যা মামলার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাংসদ প্রতিমা ভৌমিকও এই রায়ে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন৷ সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও৷
আজ এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রামমন্দির নির্মাণে সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যেকেরই এই রায় গ্রহণ করা উচিত৷ তিনি সমস্ত জাতির কাছে শান্তি ও সম্প্রীতি এবং সামাজিক সুস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এই ঐতিহাসিক রায় সামাজিক মোড়কে ভারতকে আরও শক্তিশালী করবে৷ তিনি এই রায়ের জন্য সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন৷
সাংসদ প্রতিমা ভৌমিক অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বলেন, দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটেছে আজ৷ সুপ্রিম রায়কে স্বাগত জানাচ্ছি৷ তিনি বলেন, এই রায় দেশের একতা ও অখণ্ডতাকে প্রতিষ্ঠিত করবে৷ তিনি সমগ্র দেশবাসীকে এই রায় মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন, সুপ্রিমকোর্টের রায়কে সম্মান জানানো উচিত৷ তাই সকলের প্রতি তিনি আবেদন রাখেন, শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখতে৷
এদিকে, ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়ে ভারতবাসীকে অভিনন্দিত করেছেন৷ তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অযোধ্যা মামলা সুপ্রিমকোর্টে বিচারাধীন ছিল৷ আজ অপেক্ষার অবসান হয়েছে৷ রাম জন্মভূমিতেই নির্মাণ হবে রামমন্দির, সুপ্রিমকোর্টের রায়ে তাতে সিলমোহর পড়েছে বলে মন্তব্য করেন তিনি৷ উপমুখ্যমন্ত্রী এই রায়ের পরিপ্রেক্ষিতে সকলকে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷