নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের যা-ই রায় হোক, মাথা পেতে নেবে বিজেপি৷ তাই ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কমিটি এক বৈঠক করেছে৷ বৈঠকে দলের এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মহিলা মোর্চা, সংখ্যালঘু মোর্চা-সহ বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে অযোধ্যা রায়-পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷
এ-বিষয়ে বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, রামমন্দির-বাবরি মসজিদ ইস্যুতে অযোধ্যা মামলায় আইনি লড়াই চলছে৷ এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷ তবে ওই মামলার যে কোনও দিন সুপ্রিমকোর্ট রায় ঘোষণা করবে৷ তিনি বলেন, সুপ্রিমকোর্ট অযোধ্যা মামলায় যা রায় দেবে, আমরা তা মাথা পেতে নেব৷ তাই, নির্দিষ্ট কোনও জাতিগোষ্ঠীর ওপর রায়ের প্রভাব যাতে না পড়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে৷ তাঁর কথায়, সুপ্রিমকোর্টের রায়ে কোনও একটি জাতির উল্লাসে অন্যের ভাবাবেগে আঘাত লাগুক, তা আমরা চাই না৷ বিশেষ করে, ওই রায়ের ফলে ত্রিপুরায় শান্তি-সম্প্রীতির পরিবেশ নষ্ট হোক তা মোটেও কাম্য নয়৷ তাঁর কথায়, বিজেপি চাইছে অযোধ্যা মামলার রায় ঘোষণার পর ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি বজায় থাকুক৷ সে-ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে৷
ডা. দাসের মতে, ত্রিপুরায় শান্তি-সম্প্রীতির ঐতিহ্য রয়েছে৷ সেই ঐতিহ্যকে ম্লান হতে দেওয়া হবে না৷ অযোধ্যা মামলার রায় ঘোষণার পর কোন ধরনের বিশৃঙ্খলা এড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ তাই বিজেপির সমস্ত মোর্চাপ্রধানদের পাশাপাশি বুদ্ধিজীবীদের সাথে এ-বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷
এদিকে, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ জসিমউদ্দিন বলেন, ত্রিপুরার সমস্ত জাতি মিলে অযোধ্যা মামলায় সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানানো হবে৷