যানবাহনের গতি মাপক যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ যানবাহনের গতি মাপার জন্য অত্যাধুনিক যন্ত্র এনেছে ত্রিপুরার ট্রাফিক দপ্তর৷ আজ আগরতলায় উড়ালপুল এবং আমতলি বাইপাসে ওই যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করেছেন ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত৷ তিনি জানান, অতিরিক্ত গত দুর্ঘটনার প্রধান কারণ৷ তাই, নজরদারির স্বার্থে ৪টি অত্যাধুনিক গত মাপক যন্ত্র আমদানি করা হয়েছে৷ আজ ওই যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চলছে৷


এদিন ট্রাফিক পুলিশ সুপার জানান, যান দুর্ঘটনায় দায়ী অতিরিক্ত গতির প্রমানের সাপেক্ষে অত্যাধুনিক স্পিড লেসার গান যন্ত্র আমদানি করা হয়েছে৷ আজ পরীক্ষামূলকভাবে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে৷ তাতে সন্তোষজনক হলেই তবেই যন্ত্রটি ব্যবহারে নেবে ট্রাফিক দপ্তর৷ তিনি বলেন, আপাতত ৪টি যন্ত্র ক্রয় করা হচ্ছে৷ মূলত, দুর্ঘটনা প্রবণ রাস্তায় ওই যন্ত্র ব্যবহার করা হবে, জানান তিনি৷


ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্তের কথায়, একটি যন্ত্র আগরতলায় উড়ালপুলে ব্যবহার করা হবে৷ বাকি তিনটি যন্ত্র ব্যবহারের বিষয়টি উর্দতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন৷ তাঁর মতে, সিপাহীজলা ও গোমতী জেলা, খোয়াই জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় দুর্ঘটনা প্রবণ রাস্তায় বাকি তিনটি যন্ত্র ব্যবহার করা যেতে পারে৷ তবে, এ-ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পরেই স্থির করা হবে৷ এদিন তিনি জানিয়েছেন, গতি মাপক যন্ত্রে অতিরিক্ত গতি ধরা পড়লেই যান চালককে জরিমানা করা হবে৷ এ-ক্ষেত্রে সকলের সতর্কভাবে যানবাহন চালানো উচিত বলে তিনি পরামর্শ দিয়েছেন৷


পিনাকী সামন্ত জানিয়েছেন, ইতিপূর্বেও গতি মাপক যন্ত্র আমদানি করেছিল ট্রাফিক দপ্তর৷ কিন্তু ওই যন্ত্রগুলি অত্যাধুনিক ছিল না এবং এখন সেগুলি অকেজো হয়ে পরে রয়েছে৷ তাই, নতুন যন্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *