নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ মঙ্গলবার বিকালে শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অন্তর্গত মরনসুর পাড়া সংলগ্ণ রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন বিকালে স্থানীয় লোকজন গলা কাটা রক্তাক্ত অবস্থায় রাস্তার এক যুবককে রাস্তার পাশে পরে থাকতে দেখে বাইখোরা থানার পুলিশকে খবর দেয়৷
বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে বাইখোরা হাসপাতালে নিয়ে আসে৷ কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয়৷ প্রাথমিক ভাবে পুলিশ আহত যুবকের পরিচয় জানতে না পরলেও, পরবর্তী সময় আহত যুবকের পরিচয় জানাযায়৷ আহত যুবকের নাম বিনয় দাস, বয়স ৩৭ বছর৷ বাড়ি আগরতলার হাপানিয়া এলাকায়৷
জানা যায় বিনয় দাস বাইখোড়া মরনসুর পাড়া শ্বশুর বাড়িতে এসেছিল৷ শ্বশুরের নাম জীবন মজুমদার৷ তবে দিন দুপুরে কিভাবে বিনয় দাসের গলা কাটল? ঠিক কি হয়েছিল বিনয় দাসের সাথে এই নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে জনমনে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷