BRAKING NEWS

দুর্জয়নগরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ফের আগরতলায় মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার দূর্জয়নগরে আর্মি ক্যাম্প সংলগ্ণ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ এনসিসি থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে স্থানীয় জনগণ আর্মি ক্যাম্প লাগোয়া জলের ট্যাঙ্কারের পাশে ওই মৃতদেহটি দেখতে পেয়েছেন৷ তার আঘাতের চিহ্ণ নেই৷ তাই এই ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে৷


আজ সকালে স্থানীয় জনগণ দুর্জয়নগর আর্মি ক্যাম্প লাগোয়া জলের ট্যাঙ্কারের পাশের জঙ্গলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন৷ ঘটনার খবর পেয়ে, উৎসাহী আরো অনেকেই সেখানে জড়ো হন৷ এরই মধ্যে খবর দেওয়া হয় এনসিসি থানায়৷ পুলিশ এসে জানতে পারেন ওই ব্যক্তির মৃতদেহ সেখানে পড়ে রয়েছে৷ তবে, তার পরিচয় জানা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে৷

এনসিসি থানার পুলিশ বলেন, অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পাশাপাশি বিভিন্ন থানায় মৃতদেহ উদ্ধারের খবর দেওয়া হয়েছে৷ কিন্তু এখনও কেউই ওই মৃতদেহ শনাক্ত করতে আসেননি৷ পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা সম্ভব হবে ঘটনাটি আত্মহত্যা নাকি নিছক একটি খুনের ঘটনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *