BRAKING NEWS

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের

শ্রীনগর, ৩০ অক্টোবর (হি.স.) :  জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের সংসদের প্রতিনিধি দলের সদস্যরা।  তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে  লড়াইয়ে ভারতের পাশে তাঁরা থাকবেন বলে আশ্বস্ত করেছেন। প্রতিনিধি দলের তরফে আরও জানানো হয়েছে সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারতের নয় গোটা বিশ্বের সমস্যা।

মঙ্গলবার দুইদিনের কাশ্মীরের সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের সংসদের প্রতিনিধি দলের তরফে বুধবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সম্মেলনে প্রতিনিধি দলের তরফে সাংসদ হেনরি মালুসে জানিয়েছেন, ৩৭০ ধারা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিকস্তরে সন্ত্রাসবাদ হচ্ছে সব থেকে বড় সমস্যার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি আরও বলেন, কাশ্মীরে মোতায়েন থাকা সেনা জওয়ান এবং পুলিশকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছে প্রতিনিধিরা। পাশাপাশি স্থানীয় সমাজকর্মীদের সঙ্গেও আলোচনা করেছেন তাঁরা। মঙ্গলবার কাশ্মীরের কুলগামে পাঁচ বাঙালির শ্রমিকের হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

প্রতিনিধি দলে থাকা এক সাংসদ নিউটন ডান জানিয়েছেন, ‘বিশ্বে সব থেকে শান্তিপূর্ণ দেশ হিসেবে ভারতকে দেখতে চায় ইউরোপ। সে জন্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকা উচিত ইউরোপের। এই সফর চোখ খুলে দেওয়ার মতো ছিল। সরেজমিনে যা দেখেছি, তাই দেশে ফিরে সংবাদমাধ্যমকে বলব।’ এদিন হেনরি মালুসে আরও জানিয়েছেন, ভারতের থেকে কাশ্মীরবাসীর অনেক আশা রয়েছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের এই সফরকে দেখা উচিত নয়। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এই সফর। উন্নত হয়ে ওঠার সমস্ত রসদ কাশ্মীরের রয়েছে। ভারতের বাকি অংশ অনেক এগিয়ে গিয়েছে। বিপুল পরিমাণ ভর্তুকি পেয়েও উন্নয়নের নিরিখে এখনও পিছিয়ে রয়েছে কাশ্মীর। কাশ্মীর পরিস্থিতির শিকার।

উল্লেখ করা যেতে পারে ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন সাংসদ মঙ্গলবার দুইদিনের সফরে  কাশ্মীরে এসেছেন। বুধবার তাঁদের সফরের দ্বিতীয় দিন। সীমান্তবর্তী গ্রামগুলি পরিদর্শন করার পাশাপাশি মঙ্গলবার রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও বৈঠক করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *