জিবিতে ডায়ালাইসিস নিয়ে দুর্ভোগে রোগীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর ৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতি ডায়ালাইসিস করাতে এলে রোগী ও তাদের পরিবারের লোকজনরা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন৷ এজন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন অনেকেই৷ রোগীকে নির্ধারিত সময়ে হাসপাতালে নিয়ে আসা হলেও নির্ধারিত সময়ে ডায়ালাইসিস নির্ধারিত সময়ে ডায়ালাইসিস শুরু করা হচ্ছে না৷


রাজ্য সরকার কিডনিজনিত সমস্যায় জর্জরিত রোগীদের কথা মাথায় রেখে বিনামূল্যে ডায়ালাইসিস করার ব্যবস্থা করেছে৷ সরকারের সৎ মানসিকতা ও উদ্দেশ্য থাকলেও দায়িত্বপ্রাপ্ত একাংশ কর্মীর গাফিলতি ও খামখেয়ালিপনার কারণে রোগী ও তাদের পরিবারের লোকজনরা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন৷ সোমবার সকালে জিবি হাসপাতালে দেখা গিয়েছে এরই বাস্তব চিত্র৷ বিশালগড়, খোয়াই সহ অন্যান্য দুরদুরান্ত থেকে ডায়ালাইসিস করানোর জন্য কিডনির রোগীরা আসেন রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে৷ তাদেরকে সকাল ৮টার মধ্যে হাসপাতালে এসে রিপোর্ট করতে বলা হয়েছে৷


প্রত্যেকেই আগাম সময় নিয়ে আসেন ডায়ালাইসিস করানোর জন্য৷ অথচ হাসপাতালে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ডায়ালাইসিস করানো যাবে কিনা সে বিষয়ে কোন নিশ্চয়তা পাচ্ছেন না রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে জিবি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের এক কর্মী জানান, একটি পাম্প নাকি বিকল হয়ে পড়েছে৷ এটি সাড়াইয়ের জন্য বুধবার কলকাতা থেকে লোক আসবে৷ তিনি আরও জানান, জিবি হাসপাতালে ১৩টি ডায়ালাইসিস মেশিন রয়েছে৷

সবকটিই ঠিকঠাক রয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলেও কিডনির রোগীদের কেন ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে অপেক্ষমান অবস্থায় আটকে রাখা হচ্ছে সেই প্রশ্ণ স্বাভাবিক হয়ে উঠেছে৷ এ ধরনের গাফিলতি দুর করে ডায়ালাইসিস করাতে আসা রোগীদের জন্য মানবিকতা নিয়ে কাজ করার জন্য রোগী ও তাদের পরিবারের লোকজনরা দাবি জানিয়েছেন৷ এ বিষয়ে তারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *