BRAKING NEWS

শিবসেনার সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি

মুম্বই, ২৫ অক্টোবর (হি. স.) : মহারাষ্ট্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপি–শিবসেনা জোট। বৃহস্পতিবার মধ্যরাতে মহারাষ্ট্রের সমস্ত  বিধানসভা আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি শিবসেনা জোট জয়ী হল ১৬১ আসনে। কংগ্রেস ও এনসিপি–র জোটের দখলে গেল ৯৮ টি বিধানসভা কেন্দ্র। অন্যান্যের ঝুলিতে গেছে ২৯টি আসন।
১০৫ টি আসন নিয়ে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। বিজেপির জোটসঙ্গী শিবসেনা ৫৬ টি আসন জিতেছে।  বিরোধী জল এনসিপি  ৫৪ টি আসন এবং কংগ্রেসের ৪৪ টি আসন পেয়েছে।

বহুজন বিকাশ আধারি তিনটি আসন, সপা দুটি, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমীন দুটি এবং প্রহার জনশক্তি পার্টি দুটি আসন পেয়েছে। এই নির্বাচনে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা একটি আসন পেয়েছে, সিপিআই-এম একটি, জনসুরাজ্য শক্তি একটি,  কান্তিকারী শেতকরী পার্টি একটি, ভারতের পেজেন্টস এবং ওয়ার্কার্স পার্টি একটি, জাতীয় সমাজপক্ষ একটি এবং স্বাভিমানি পার্টি একটি আসন পেয়েছে।  এছাড়াও ভোটাররা ১৩ জন নির্দল প্রার্থীকে বিধানসভায় পৌঁছে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *