নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/কাঞ্চনপুর, ২২ অক্টোবর৷৷ ৫ লক্ষ টাকার নেশাসামগ্রী-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সাথে নগদ দেড় লক্ষ টাকাও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বিশালগড় মহকুমার এসডিপিও উত্তম বণিক৷ তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া এলাকার নারায়ণ ভৌমিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ওই নেশা সামগ্রী ও নগদ টাকা-সহ ৫ জনকে আটক করা হয়েছে৷
তিনি বলেন, ত্রিপুরায় নেশা বিরোধী অভিযান জোর কদমে চলছে৷ এরই অঙ্গ হিসেবে জাঙ্গালিয়ায় নেশা বিরোধী অভিযান চালানো হয়েছিল৷ তাঁর দাবি, ওই অভিযানে নারায়ণ ভৌমিকের বাড়ি থেকে ইয়াবা-সহ আরও দু ধরনের নেশার ট্যাবলেট ৯ হাজার ৮৩০টি এবং কোরেক্স জাতীয় মাদক ৯০টি শিশি উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে বলে এসডিপিও জানিয়েছেন৷ তিনি আরও জানান, ভারতীয় মুদ্রায় নগদ দেড় লক্ষ টাকাও উদ্ধার হয়েছে৷
এদিকে, ওই নেশা দ্রব্যের ব্যবসার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে বলে এসডিপিও উত্তম বণিক জানিয়েছেন৷ তিনি বলেন, সমীর দেবনাথ (৪৬), আবুল মিয়াঁ (৩৯) কিশোরচন্দ্র ভৌমিক (৪২), নরোত্তম রায় এবং মৃণাল হুসেনকে ওই নেশা সামগ্রীর সাথে জড়িত বলে আটক করা হয়েছে৷ তবে, মূল পাণ্ডা নারায়ণ ভৌমিক পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, উত্তর ত্রিপুরায় পুলিশের অভিযানে ফের উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের নেশাদ্রব্য৷ এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দামছড়ার সুন্দর কুমার শর্মা (৩১),আনন্দবাজারের নিশিং পাড়ার পুরুধর রিয়াং (৩১) ও কামজ্রাই রিয়াং (১৬) এবং গরছিরাম পাড়ার মনোজ কুমার ত্রিপুরা (১৭)-কে৷
কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিক্রমজিৎ শুক্লাদাস জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে ভাংমুন এলাকায় হানা দিয়ে চার মাদক পাচারকারীর কাছ থেকে প্রচুর পরিমাণের নেশার ইয়াবা ট্যাবলেট ও বিদশি মদ বাজেয়াপ্ত করেছেন তাঁরা৷
এসডিপিও শুক্লাদাস জানান, গোপন খবর অনুযায়ী আজ সকালে ভাংমুনের নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকেন নিজে৷ যথা সময় চার মাদক পাচারকারী নেশা সামগ্রী নিয়ে ওই রাস্তা ধরে দামছড়া থেকে আসার পথে তাদের আটক করে তালাশি চালিয়ে ১৮০০ ইয়াবা ট্যাবলেট, ৫২৮ বোতল বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করেছেন৷ বাজেয়াপ্তকৃত নেশাদ্রব্যগুলির বাজারমূল্য কমপক্ষে ছয় লক্ষ ৫০ হাজার টাকা হবে৷
ধৃতদের বর্তমানে কাঞ্চনপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ আগামীকাল বুধবার চার জনকেই আদালতে পেশ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লাদাস৷