নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ অক্টোবর ৷৷ ফের বনকর্মীরা চোরাই কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল মঙ্গলবার সাত সকালে৷ তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার এই খবর দিয়ে জানান, বনকর্মীরা আচমকা খবর পায় উত্তর মহারানি এলাকা থেকে দুটি চোরাই কাঠ বোঝাই গাড়ি রাজধানীতে যাবে৷
এই খবরের উপর ভিত্তি করে বনকর্মীরা মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উত্তর মহারানি এলাকায় গিয়ে দুটি গাড়ি দেখতে পায়৷ বনকর্মীরা টিআর০১একে-১৬০৭ নম্বরের বোলেরু ট্রাক এবং অন্য একটি নম্বরবিহীন ইকো গাড়িকে ধাওয়া করে কাঠ সহ আটক করে৷ আটককৃত সামগ্রীর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে জানান ফরেস্ট রেঞ্জ আধিকারিক৷ চোরাই কাঠ সহ দুটি গাড়ির সাথে দুই ব্যক্তিকে আটক করে বনকর্মীরা৷ ধৃতদের নাম ঝুটন সরকার (৩০), বিশ্বজিত দত্ত (৩৩)৷ ধৃতদের বাড়ি সিধাই মোহনপুরের তারানগরে৷ এনিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার জানান, এমন চোরাই কাঠ বিরোধী অভিযান সর্বদা জারি থাকবে৷