BRAKING NEWS

এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফেসবুকে পোস্ট করায় সাসপেন্ড চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিলকে নিয়ে ত্রিপুরা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. কৌশিক চক্রবর্তীর ফেসবুকে সমালোচনামূলক পোস্টকে ঘিরে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ তাই তাঁকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ আজ সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে বরখাস্তের কথা নিজেই জানিষেছেন তিনি৷ সরকারি মেডিক্যাল কলেজের একজন প্রতষ্ঠিত শিক্ষক হিসেবে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আত্মসম্মানে আঘাত করেছেন বলে মনে করা হচ্ছে৷


উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাসিন্দা ডা. কৌশিক চক্রবর্তী আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত৷ সোশ্যাল মিডিয়ায়ও তিনি ভীষণ সতেজ থাকেন সবসময়৷ সম্প্রতি, বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে একাধিক পোস্ট দিয়েছেন৷ কিন্তু, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফেসবুকে তাঁর মন্তব্য বরদাস্ত করতে রাজি নয় রাজ্য সরকার৷


আজ তাঁকে সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করেছে স্বাস্থ্য দফতর৷ ডা. কৌশিক চক্রবর্তী নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি দিয়ে বরখাস্তের বিষয়টি জানিয়েছেন৷ ওই ছবিতে তাঁকে তৃপ্ত দেখাচ্ছে বলে তিনি দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *