নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ নতুন সামাজিক ভাতা প্রাপক বাছাই প্রক্রিয়া স্থগিত রেখেছে রাজ্য সরকার৷ অকপটে আজ এ-কথা স্বীকার করেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷ তবে, ওই প্রক্রিয়া স্থগিত রাখার ক্ষেত্রে তাঁর যুক্তি, সমস্ত রেশন যাচাইয়ের কাজ সম্পন্ন হয়নি৷ ফলে, গরীব চিন্নিতকরণে প্রক্রিয়াও সমাপ্ত হয়নি৷ তাই, নতুন করে সামাজিক ভাতা প্রাপক বাছাই করা হচ্ছে না৷ তাঁর সাফ কথা, পূর্বতন সরকারের গরীবের তালিকা বিশ্বাস করি না৷
প্রসঙ্গত, রাজ্যে সামাজিক ভাতা প্রাপক নতুন করে বাছাই করা হচ্ছে না৷
ফলে, এনিয়ে সমালোচিত হচ্ছে রাজ্য সরকার৷ ২০১৮ সালের ৯ মার্চ নতুন সরকার শপথ নিয়েছিল৷ এরপর থেকে এখন পর্যন্ত শুধু ক্যান্সার এবং এইচআইভি রোগী ছাড়া একজন সামাজিক ভাতা প্রাপক নতুন করে বাছাই হয়নি৷ এদিন মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সেপ্ঢেম্বর পর্যন্ত ৩,৯২,৯৭৩ জন বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন৷ তবে, প্রায় ৬০০ জন ক্যান্সার এবং এইচআইভি রোগী ছাড়া নতুন কাউকেই যুক্ত করা হয়নি৷ তিনি জানান, সামাজিক ভাতা প্রাপকদের সমস্ত কাগজপত্র খাটিয়ে দেখা হচ্ছে৷ এই প্রক্রিয়া চলাকালীন ৩০২ জন ভাতা প্রত্যাহার করেছেন৷ এছাড়া, ৮৪৪৭ জন মৃত হিসেবে শনাক্ত হয়েছে এবং ২৮,৮৪৫ জন রাজ্যের বাইরে রয়েছেন৷ তিনি জানান, ভাতা প্রাপক যারা রাজ্যের বাইরে রয়েছেন তাদের বার বার পর্যালোচনা করা হচ্ছে৷
এদিন তিনি জানান, সামাজিকভাতা প্রাপক নতুন বাছাই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে৷ কারণ, রেশন কার্ড যাচাই প্রক্রিয়া এখনও সমাপ্ত হয়নি৷ তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে তৈরি করা গরিবের তালিকা বিশ্বাস করি না৷ তাই, ওই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন ভাতা প্রাপক বাছাই করা হবে না৷ তবে, খুব শীঘ্রই ওই প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷