BRAKING NEWS

পূর্ত ঘোটালায় ধৃত সুনিল ভৌমিক হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২০ অক্টোবর ৷৷ বাম আমলের পূর্ত কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত তৎকালীন পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে পুলিশি হেপাজত থেকে রবিবার চিকিৎসার জন্য জিবি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন৷


শনিবার সুনীল ভৌমিককে পাঁচদিনের পুলিশ রিমাণ্ড শেষে আদালতে তোলা হলে পুলিশের আবেদন অনুযায়ী আরও পাঁচ দিনের পুলিশ রিমাণ্ডে পাঠানো হয়৷ পুলিশ রিমাণ্ডে সুনীল ভৌমিককে জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদের সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে৷


সেজন্য তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবশ্য পুলিশি বলয়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কোন ধরনের বলতে দেওয়া হয়নি৷ কোন আধিকারিকও এ বিষয়ে মুখ খোলেননি৷ এর ফলে সুনীল ভৌমিকের অসুস্থতার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *