নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ আগামী ২২ অক্টোবর দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়ার হয়েছে৷ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন এবং ব্যাপক এমপ্লয়িজ ফেডারেশন এক ত্রিপুরার যৌথ উদ্যোগে দেশব্যাপী ব্যাপক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ উভয় সংগঠনের রাজ্য শাখার নেতৃবৃন্দ রবিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ব্যাপক ধর্মঘটের যৌক্তিকতা তুলে ধরেন৷
ব্যাপক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন রাষ্ট্রায়ত্ত ব্যাপকগুলিকে একত্রিত করনের মধ্য দিয়ে এবং ব্যাপক শিল্পকে ক্রমাগত বেসরকারী করনের মধ্য দিয়ে ব্যাপক শিল্পকে লুটপাট করার চক্রান্ত শুরু হয়েছে৷ এরই প্রতিবাদে ২২ অক্টোবর বনধের ডাকা দেওয়া হয়েছে৷ রাজ্যের সর্বস্তরের জনগণকে বনধ সমর্থন ও সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷
সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন এই ব্যাপক ধর্মঘট শুধুমাত্র ব্যাপক কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য নয়, এই ধর্মঘটে জনগণের সার্বিক স্বার্থ জড়িত রয়েছে৷ গোটা দেশের আপামর জনগণের স্বার্থের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে সংযুক্তিকরন বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে আন্দোলনকারী সংগঠন৷ এ ধরনের সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কের শাখা কমবে, কর্মচারী সংকোচন হবে, ক্ষুদ্র মাঝারী শিল্প উদ্যোগীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে৷