BRAKING NEWS

অসম : বকোয় ডাম্পার-টাটা এসিই সংঘৰ্ষ, চার মহিলা যাত্রীর মৃত্যু, আহত এক

বকো (অসম), ২১ অক্টোবর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার বকোয় এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন এবং পরে হাসপাতালে এক-সহ চার মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় শোক ছেয়ে গেছে। সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও প্রতিক্রিয়া।

ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ বকো থানার অন্তৰ্গত বামুনিগাঁওয়ে ১৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গুয়াহাটির বাজারে শাক-সবজি বিক্রি করে ওই চার মহিলা বাড়ির উদ্দেশে আসছিলেন। তাঁদের গুয়াহাটি থেকে নিয়ে আসছিল স্থানীয় এএস ২৫ ইসি ১৩০০ নম্বরের যাত্রীবাহী টাটা এসিই (ভ্যান)। বামুনিগাঁও এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আগত এএস ০১ জে ৪৫৫৯ নম্বরের একটি ডাম্পারের সঙ্গে মহিলা যাত্রীবাহী ভ্যানের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানের তিন মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর মহিলা যাত্রীকে নিয়ে যাওয়া হয় বামুনিগাঁও আদৰ্শ হাসপাতালে। কিন্ত হাসপাতালে রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত মহিলা চারজনকে সুশীলা রাভা, পুতুলি রাভা, মিনতি রাভা এবং রীনা রাভা বলে শনাক্ত করা হয়েছে। হাসপাতালে নিহত মহিলাকে রীনা রাভা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুশীলা রাভা বকোর চুকুনিয়াপাড়ার বাসিন্দা ছিলেন। অন্যদের বাড়ি বকোরই রৌমারি গ্রামে। এদিকে টাটা এসিই-র চালক মনোজ রাভাকে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *