BRAKING NEWS

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনার, শহিদ দুই জওয়ানসহ তিন

কুপওয়ারা, ২০ অক্টোবর (হি.স.) : উপত্যকায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনাবাহিনী। শনিবার রাতে কুপওয়ারা জেলার তংগহর সেক্টরে সীমান্তরেখা বরাবর   গোলা-গুলি ও মর্টার হামলায় চালায়। এই ঘটনায় কুপওয়ারা জেলার টাঙধর সেক্টরে  দুই জওয়ান শহিদ হয়েছেন। পাকিস্তানের দিক থেকে পাক সেনার অতর্কিত গুলি চালনায় নিহত আরও এক সাধারণ নাগরিক, আহত আরও তিন জন। যদিও গুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনা। একইসঙ্গে রবিবারের হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে সীমান্ত লাগোয়া দুটি বাড়িও।

সেনা সূত্রে খবর, এদিন হঠাৎ সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই সময়েই সীমান্ত কর্তব্যরত অবস্থায় পাক সেনার গুলিতে নিহত হন দুই জওয়ান। যদিও সঙ্গে সঙ্গে গুলির পালটা জবাবও দেয় ভারতীয় সেনা। অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল পাক সেনা বলে ভারতীয় সেনা সূত্রে খবর।

গত সপ্তাহ ঠিক রবিবার ভূস্বর্গের বারামুলা সেক্টরে পাক সেনার গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক ভারতীয় জওয়ান। ২০১৮ সাল থেকে নজিরবিহীন ভাবেই সীমান্ত গুলি চালনার ঘটনা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। যার জেরে চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ২ হাজার ৩১৭টি পাকিস্তানের দিক থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যাতে ভারতীয় সেনার পালটা জবাবে মারা গেছে ১৪৭ জন সন্ত্রাসবাদী। যদিও ২০১৮ সালে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যাটি ছিল ১ হাজার ৬২৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *