BRAKING NEWS

দ্বিতীয়দিনে রোহিত শর্মার দ্বিশতরান, শতরান করলেন সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও

রাঁচি, ২০ অক্টোবর (হি.স.) : টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসে দ্বিশতরানের মালিক হলেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’ রোহিত শর্মা। এটাই তাঁর কেরিয়ারের প্রথম দ্বিশতরান। শনিবার কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন রোহিত। রবিবার তৃতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয়দিনের সকাল থেকেই তাঁকে দেখা যায় বিধ্বংসী মেজাজে। দিনের প্রথম সেশনেই তিনি দেড়শোর গণ্ডি পেরিয়ে যান। মধ্যাহ্নভোজনের বিরতির সময় রোহিতের ব্যক্তিগত স্কোর ছিল ১৯৯ রান। ভারতের স্কোর ছিল ৪ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান।

মধ্যাহ্নভোজনের পর দ্বিতীয় ওভারেই নিজের কেরিয়ারের প্রথম দ্বিশতরানের গণ্ডি পেরিয়ে যান হিটম্যান। অসাধারণ পুল শটে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে যান তিনি। এর আগে রোহিতের কেরিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৭৭ রান। এদিন সহজেই টপকে যান তিনি। ওপেনার হিসেবে এই নিয়ে চার ইনিংসে তৃতীয় শতরান রোহিতের। এদিনের দ্বিশতরানের মাধ্যমে রোহিত বুঝিয়ে দিলেন, লম্বা ইনিংস খেলতেও তিনি প্রস্তুত। ওপেনার হিসেবে হিটম্যানের উত্থান টিম ইন্ডিয়াকে বড়সড় স্বস্তি দেবে, তাতে সন্দেহ নেই।

এদিকে, রোহিতের পাশাপাশি এদিন ব্যাট হাতে কামাল দেখান গতকালের অপর অপরাজিত ব্যাটসম্যান তথা টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও। এদিন, নিজের টেস্ট কেরিয়ারের একাদশতম শতরানটি করেন রাহানে। তবে, দেশের মাটিতে প্রায় ৩ বছর পর সেঞ্চুরি পেলেন তিনি। এর মাঝে অবশ্য বিদেশে একাধিক সেঞ্চুরি রয়েছে। ঘরের মাঠে রাহানে রানে ফেরায় স্বস্তি পেল ভারতীয় শিবির। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর তৃতীয় শতরান ছিল। তিনি আউট হন ১১৫ রানে। আউট হওয়ার আগেই রোহিতের সঙ্গে ২৬৭ রানের জুটি বাঁধেন তিনি। শেষ পর্যন্ত রোহিত আউট হন ২১২ রানে। মধ্যাহ্নভোজনের পর এখন পর্যন্ত ভারতের স্কোর ৫ উইকেটে  ৩৮৬ রান তুলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *