নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর ৷৷ ই-রিকশা চালকদের ব্যাঙ্ক ঋনের মাধ্যমে পুরানো ই-রিকশা বদলে নতুন ই-রিকশা ব্যবস্থা ও বৈধ কাগজপত্র দেবার প্রতিশ্রুতি দিয়ে ই-রিকশা ডিলার সুষেন মালাকার প্রতারনার আশ্রয় নিয়েছে৷ তাতে ক্ষুব্ধ হয়ে ই-রিকশা চালকরা তার বাড়ি ও শোরুমে গিয়ে ঠগবাজি ও প্রতারনার তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছে৷
ই-রিকশা ডিলারদের নয়া চক্রান্তের ফাঁদে পড়ে আবারও ক্ষতির সম্মুখীন ই রিকশা চালকরা৷ পুরান ই-রিকশা জমা দিয়ে নতুন ই-রিকশা নিয়ে যাবার প্রলোভন দেখিয়ে ঠগবাজির ফাঁদ পেতেছে ই-রিকশা ডিলাররা৷ শুক্রবার এ ধরনের চক্রান্তের ফাঁদে ফেলে ৪৫টি ই-রিকশা ভেঙে ফেলেছে ডিলার সুষেন মালাকার৷ যাদের মাধ্যমে ই-রিকশা ভেঙে ফেলা হয়েছে তাদেরকে ব্যাঙ্ক ঋণের মাধ্যমে পুনরায় ই-রিকশা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল ডিলার৷ এ ধরনের ফাঁদে ফেলে রিকশাগুলো ভেঙে ফেলার পর তারা চালকদের কাছে নগদ টাকা দেবরা জন্য চাপ দিচ্ছে৷ ই-রিকশা চালকদের পক্ষে নগদ টাকা দিয়ে নতুন করে ই-রিকশা ক্রয় করার মতো ক্ষমতা নেই৷ ডিলার সুষেন মালাকারে এহেন কার্যকপালে ক্ষুব্ধ হয়ে ই-রিকশা চালকরা শনিবার জিলারের বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ অবিলম্বে প্রতারক ডিলারকে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দবি উঠেছে৷ যাদের ই-রিকশা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে ই-রিকশা ব্যবস্থা করে দেবার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ প্রত্যেক ই-রিকশা চালককে লাইসেন্স প্রদান, ইন্সুরেন্সের ব্যবস্থা করা, যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে বৈধ কাগজপত্র প্রদানেরও দাবি জানিয়েছে ই-রিকশা চালকরা৷