BRAKING NEWS

ভোটে হেরে ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানিয়ে ইইউ-কে সই ছাড়া চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লণ্ডন, ২০ অক্টোবর (হি.স.) : পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটে হেরে ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে সই ছাড়া  চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার এক টুইটবার্তায় ইইউ’র কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ব্রেক্সিটের সময় বাড়ানোর আবেদন তিনি পেয়েছেন।   

শনিবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্রেক্সিট ইস্যুতে হওয়া ভোটাভুটিতে হেরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভোটে হেরে ৩১ অক্টোবরের নির্ধারিত ব্রেক্সিট পেছাতে ইইউকে আবেদন করতে বাধ্য হন জনসন। সেই চিঠিতে নিজের সই করেননি জনসন। তবে ওই চিঠির সঙ্গেই ব্রেক্সিট পেছানো ভুল হবে উল্লেখ করে নিজের সইসহ আরেকটি চিঠি পাঠিয়েছেন জনসন। নিজের সই করা ওই চিঠিতে নির্ধারিত ৩১ অক্টোবরেই ব্রেক্সিট হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি।জানা গেছে ইইউ’কে মোট তিনটি চিঠি পাঠিয়েছেন জনসন।

এদিকে, রবিবার এক টুইটবার্তায় ইইউ’র কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ব্রেক্সিটের সময় বাড়ানোর আবেদন তিনি পেয়েছেন। ইইউ’র নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ব্রেক্সিট ইস্যুতে সংশ্লিষ্ট সব আইন প্রণয়নের আগেই কোনো চুক্তিতে যেতে চাইছেন না ব্রিটিশ এমপিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *