BRAKING NEWS

পাচারকালে পানিসাগরে ১৮ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, ধৃত ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ১৮ অক্টোবর৷৷ ফের গাঁজা উদ্ধার হয়েছে৷ সাথে গাঁজা পাচারের দায়ে এক ট্রাক চালককে পুলিশ আটক করেছে৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৮ লক্ষ টাকা৷


শুক্রবার উত্তর পানিসাগর থানার পুলিশ এবং বিএসএফ-এর যৌথ অভিযানে বহিঃরাজ্যে পাচারের আগে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার হয়েছে৷ পানিসাগর থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগরসিত বিএসএফ সেক্টর হেড কোয়ার্টারের গোয়েন্দা দল এবং পানিসাগর থানার যৌথ প্রয়াসে একটি ট্রাক থেকে গাঁজা উদ্ধার হয়েছে৷ পুলিশের দাবি, অসম-আগরতলা জাতীয় সড়কে পানিসাগর থানার সম্মুখে তল্লাশি চালিয়ে জেকে ০২ সিজি ৫১১১ নম্বরের ১৪ চাকার ট্রাক থেকে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, গাঁজাগুলি ট্রাকের ক্যাপ এবং ক্যাবিনে লুকিয়ে রাখা ছিল৷ অভিযানে ছিলেন পানিসাগর মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসও৷


তিনি জানান, গাঁজা উদ্ধারের সাথে আটক করা হয়েছে গাড়ি চালক জাবেদ ইকবাল (৩০)-কে৷ তার বাড়ি জম্মু ও কাশ্মীরের কাটোয়া জেলার রামকুর থানাধীন গুরকাল গ্রামে৷ এসডিপিও দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লরিচালক জানিয়েছে, সে গাঁজাগুলি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷ পুলিশের অনুমান, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ১৮ লক্ষ টাকা হবে৷ পানিসাগর থানার পুলিশ এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নিয়ে তদন্তের কাজ জারি রেখেছে৷ আগামীকাল ধৃত চালককে আদালতে সোপর্দ করা হবে এবং তদন্তের জন্য পুলিশি রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন এসডিপিও অভিজিৎ দাস৷ সাথে তিনি যোগ করেন, এখন থেকে জাতীয় সড়কে বহিঃরাজ্যের যানবাহনের উপর নজরদারি আরও বাড়ানো হবে৷


গাঁজা বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ৷ অভিযান চালিয়ে ৫ শতাধিক গাঁজার চারা পুলিয়ে ধবংস করে দেওয়া হয়েছে৷ শারদোৎসবের পর এটিই বড় ধরনের গাঁজা চাষ বিরোধী অভিযান৷ প্রশাসনের কঠোর মনোভাবের পরও বিভিন্ন স্থানে যে গাঁজা চাষ অব্যাহত রয়েছে এই ঘটনা তারই প্রমাণ বহন করে চলেছে৷ শারদীয়া পুজো উৎসব সমাপ্ত হতেই তেলিয়ামুড়া থানার পুলিশ নেশা বিরোধী অভিযান জোরদার করে তুলছে৷ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ শুক্রবার বড়মুড়া ফরেস্ট ল্যান্ডের কপালিবস্তিতে হানাদারি চালায়৷ ওই এলাকায় পুলিশ প্রায় ৫ শতাধিকের উপর গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করে দেয়৷

যদিও এই ধবংস করা গাঁজা ক্ষেতের কোনো মালিকের খোঁজ পায়নি পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক এ প্রসঙ্গে জানান, ধবংস করা গাঁজা গাছ গুলির বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা৷ পুলিশ জানায় এলাকাকে নেশামুক্ত রাখতে পুলিশে গাঁজা ও নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে৷ রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে সফল রূপ দেওয়ার লক্ষ্যেই এ ধরনের গাঁজা বিরোধী অভিযান চালানো হয়েছে বলে পুলিশের মহকুমা আধিকারিক জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *