BRAKING NEWS

কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর কাশ্মীরে সন্ত্রাসবাদ বেড়ে গিয়েছে : আজাদ

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরে বলে দাবি করেছেন তিনি।

বুধবার গুলাম নবি আজাদ জানিয়েছেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতা আসার পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে বিজেপি। তার ফলেই এই অবস্থা। পরিস্থিতি সম্পর্কে অবগত না হয়েই স্রেফ স্লোগান দিয়ে চলেছে তারা। ফারুক আবদুল্লাকে গৃহবন্দী করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিগত ছয় বছরে দেশে কোনও প্রকারের গণতন্ত্র নেই। এর আগের কোনও সরকার বিরোধী দলগুলির সঙ্গে এমন আচরণ করেনি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তা একেবারে কাম্য নয়। এক সময় গোটা বিশ্ব ভারতের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করত। কিন্তু বর্তমানে দেশে সেই পরিস্থিতি নেই। জনগণের কন্ঠ রোধ করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *