BRAKING NEWS

অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ রাজনৈতিক নয় আস্থার বিষয় : আরএসএস

ভুবনেশ্বর, ১৬ অক্টোবর (হি.স.)  : অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ কোনও রাজনৈতিক বিষয় নয়, তা পুরোপুরি হিন্দুদের আস্থার সঙ্গে জড়িত। বুধবার ওডিশার ভুবনেশ্বরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় কার্যকারি মন্ডলের সভার  ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানিয়েছেন আরএসএসের সহ-সরকার্যবাহ ডাঃ  মনমোহন বৈদ্য।

এদিন তিনি জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ কোনও রাজনৈতিক বিষয় নয়। তা পুরোপুরি হিন্দুদের আস্থার সঙ্গে জড়িত। আদালতে যে ভাবে অযোধ্যার রাম মন্দির মামলা চলছে, তাতে করে আশাবাদী রায় শীঘ্রই ঘোষণা হবে। আগে মামলাটি ধীর গতিতে চলছিল। কিন্তু এখন মামলাটি নির্ণায়ক পর্যায় চলে গিয়েছে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির প্রসঙ্গে বলতে গিয়ে ডাঃ মনমোহন বৈদ্য জানিয়েছেন, সংবিধানে ৩৭০ একটি অস্থায়ী ধারা ছিল। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের  আমলে দলমত নির্বিশেষে সবকটি রাজনৈতিক দল এই ধারাকে বিলুপ্ত করার পক্ষে ছিল। জাতীয় মনোভাবও তেমনই ছিল। কিন্তু কোনও সরকার এই ধারাকে বিলুপ্ত করার সাহস দেখায়নি। বর্তমান সরকার তা করিয়ে দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *