মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.) : আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে মঙ্গলবার নির্বাচনী ইস্তাহার সঙ্কল্প পত্র প্রকাশ করেছে বিজেপি। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, বিজেপির কার্যকারি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে রঙশারদা সভাঘরে এক অনুষ্ঠানে এই সঙ্কল্প পত্র প্রকাশ করেন বিজেপির কার্যকারি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কৃষকদের বিশেষ গুরুত্ব এই ইস্তাহারে দেওয়া হয়েছে। কৃষি কাজে সৌর বিদ্যুৎ ব্যবহার এবং দিনে ১২ ঘন্টা পর্যন্ত কৃষকদের কৃষি কাজে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। ২০২২ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। সবার জন্য বুনিয়াদি সুযোগ সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রের সহযোগিতায় পাঁচ লক্ষ কোটি টাকা খরচ করা হবে। মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত বিশেষ বাস পরিষেবা শুরু করা হবে। রাজ্যের দুস্থ কৃষকদেরকে বছরে দশ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষি ঋণ মকুবও করা হবে।
উল্লেখ করা যেতে মহরাষ্ট্রে বিধানসভা নির্বাচনে শিবসেনা, আরপিআই-এর সঙ্গে জোট করে লড়ছে বিজেপি।